Hemp fiber
.jpeg)
মাদক বা গাজা এই নামটি কে না জানে, আপনি কি অবাক হবেন না, যদি জানতে পারেন এমন ই এক নেশা জাতক দ্রব্য থেকে কাপড় তৈরি হয়!?🤔 চলুন বস্ত্র খাতে যুক্ত হওয়া এমন ই এক ফাইবার "Hemp" এর রাজ্যে একটু ঢু মেরে আসি😌 আলোচনার সুবিধার্থে এবং সহজে যেনো বোধগম্য হয় সেই লক্ষ্যে সমস্ত বিষয়কে কয়েকটা সহজ প্রশ্নের মধ্যে আনার চেষ্টা করেছি। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি,,,,, ☸❋⁕ যেহেতু গাজার সাথে "Hemp " শব্দটার একটা মিল দেখিয়েছি তাই চলুন প্রথমে জেনে নেই "Hemp " আসলে কি?😇 ✓"Hemp" একটি শণ জাতীয় উদ্ভিদ বা প্রাকৃতিক সেলুলোজিক বাস্ট অর্থাৎ ছালজাতীয় ফাইবার। ইহা উদ্ভিদের বাকল বা ছাল থেকে সংগ্রহ করা হয় । বৈজ্ঞানিক ভাবে একে ক্যানিবিস ( Cannabis ) নামে ডাকা হলেও বাণিজ্যিক ভাবে এটি ম্যানিলা হেম্প (Manila hemp) নামেই সর্বাধিক পরিচিত। * এবার নিশ্চয় ভাবছেন শণ বলতে আসলে কি বুঝানো হচ্ছে? 🤔 আচ্ছা ঠিক আছে আরেকটু সহজ করে বলি,,,, ∆ শণ : এই ক্যানাবিস নামক উদ্ভিদ কে যখন ড্রাগ বা ড্রাগের উদ্দেশ্যে রোপণ করা হয় তখন একে "শাস" নামে ডাকা হয় আবার যখন শিল্প কারখানায় ব...