Posts

Hemp fiber

Image
মাদক বা গাজা এই নামটি কে না জানে,  আপনি কি অবাক হবেন না, যদি জানতে পারেন এমন ই এক নেশা জাতক দ্রব্য থেকে কাপড় তৈরি হয়!?🤔 চলুন বস্ত্র খাতে যুক্ত হওয়া এমন ই এক ফাইবার "Hemp" এর রাজ্যে একটু  ঢু মেরে আসি😌 আলোচনার সুবিধার্থে এবং সহজে যেনো বোধগম্য হয় সেই লক্ষ্যে সমস্ত বিষয়কে কয়েকটা সহজ প্রশ্নের মধ্যে আনার চেষ্টা করেছি। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি,,,,, ☸❋⁕ যেহেতু গাজার সাথে "Hemp " শব্দটার একটা মিল দেখিয়েছি তাই চলুন প্রথমে জেনে নেই "Hemp " আসলে কি?😇 ‌✓"Hemp" একটি শণ জাতীয় উদ্ভিদ বা প্রাকৃতিক সেলুলোজিক বাস্ট অর্থাৎ ছালজাতীয় ফাইবার। ইহা উদ্ভিদের বাকল বা ছাল থেকে সংগ্রহ করা হয় । বৈজ্ঞানিক ভাবে একে ক্যানিবিস ( Cannabis ) নামে ডাকা হলেও বাণিজ্যিক ভাবে এটি ম্যানিলা হেম্প (Manila hemp) নামেই সর্বাধিক পরিচিত।  * এবার নিশ্চয় ভাবছেন শণ বলতে আসলে কি বুঝানো হচ্ছে? 🤔 আচ্ছা ঠিক আছে আরেকটু সহজ করে বলি,,,, ∆ শণ : এই ক্যানাবিস নামক উদ্ভিদ কে যখন ড্রাগ বা ড্রাগের উদ্দেশ্যে রোপণ করা হয় তখন একে "শাস" নামে ডাকা হয় আবার   যখন শিল্প কারখানায় ব...

ফাইবার এবং টেক্সটাইল ফাইবারের পার্থক্য, ফাইবার কি, ফাইবার প্রকারভেদ

Image
ফাইবার এবং টেক্সটাইল ফাইবার এর পার্থক্য বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে  ফাইবার কি । এর পর জানতে হবে টেক্সটাইল ফাইবার কি । পরে আমরা নিজেরাই বের করতে পারব আসলে দুইটার মধ্যে প্রধান পার্থক্য কি ।  ফাইবার :  ফাইবার বলতে লম্বা এবং পাতলা যেকোন ধরনের পদার্থকে বুঝাই, যার ব্যাস তার দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট। উল এবং তুলার মতো প্রাকৃতিক তন্তুর পাশাপাশি পলিয়েস্টার এবং নাইলনের মতো সিন্থেটিক ফাইবার সহ বিভিন্ন ধরণের ফাইবার রয়েছে। টেক্সটাইল ফাইবার: অন্যদিকে, টেক্সটাইল ফাইবার বিশেষ ফাইবারগুলিকে বোঝায় যা কাপড় এবং টেক্সটাইল উত্পাদনে ব্যবহৃত হয়। টেক্সটাইল ফাইবারে কতগুলো বিশেষ  বিভিন্ন গুনাবলী থাকা প্রয়োজন  যেমন Fiber fineness,  strength,  Maturity,  Colour, cleanliness,  moisture etc. এই পোস্টে আমরা ফাইবার এবং টেক্সটাইল ফাইবারের পার্থক্যের পাশাপাশি  টেক্সটাইল ফাইবারের প্রকারভেদ নিয়ে কিছু বেসিক জানবো।   টেক্সটাইল ফাইবার কত প্রকার? ### উৎসগতভাবে টেক্সটাইল ফাইবারকে দু’টি প্রধান ভাগে ভাগ করা যায়, তার হল ১.প্রাকৃতিক ফাইবার বা natural fiber ২. কৃত্রিম...

Yarn Count বলতে কি বুঝি এবং তার প্রকারভেদ

Image
 টেক্সটাইল সেক্টরে আমরা কম-বেশি একটি শব্দের সাথে জড়িত যা হলো Yarn Count yarn count হলো একটি সুতা কতটুকু চিকন বা মোটা তার নিউমেরিক এক্সপ্রেশন।  yarn count ফ্যাব্রিকের বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ।  Finer yarn বা চিকন সুতার ফলে মসৃণ এবং নরম কাপড় তৈরি হয়, যখন coarser yarn বা মোটা  সোতা ব্যবহার করা হয় তখন   ভারী এবং মজবুত কাপড় তৈরি হয় । Yarn Count মুলত দুই ধরনের হয়, তা হলো-  1. Indirect system :  এই পদ্ধতিতে, সুতা গণনা একটি নির্দিষ্ট পরিমাণ ওজনের জন্য প্রয়োজনীয় সুতার দৈর্ঘ্য পরিমাপ করে নির্ধারিত হয়।  indirect system  সুতা গণনা গণনার সমীকরণ হলো:  yarn count (Ne) =1Ib*  সুতার দৈর্ঘ্য (ইয়ার্ডে) /  840yard * সুতার ওজন (পাউন্ডে) ---- ২০ Ne or English Count মানে হলো, ৮৪০  yard এর ২০ টি hank এর ওজন হলো ১ পাউন্ড।  English count মুলতো কটন সুতার জন্য ব্যবহত হয়।  2. Direct system :- সুতা গণনা নির্দিষ্ট দৈর্ঘ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সুতার ওজন পরিমাপ করে নির্ধারিত হয।   এই পদ্ধতি তে মুলত পাটের সুতার...

PH সম্পর্কে বিস্তারিত

Image
সারা বিশ্বে দিন--দিন ডেনিম এবং টুইল, নীট ফ্রেবিকের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বেড়ে চলছে।। এই সমস্ত গার্মেন্টস ওয়াশিং / ডাইং করার সময় বিভিন্ন প্রসেসে আমরা ব্লিচিং,কাস্টিক, সোডা সহ বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে থাকি।।  এই প্রসেস গুলার শেষে যদি pH সঠিক ভাবে কন্ট্রোল না করা হয় তাহলে উক্ত কাপড় পরিধানের ফলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।কাপড় ঘামে ভিজে শরীরে চুলকানি সহ স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা  হতে পারে।। তাই ওয়াশিং অথবা ডাইং এর সর্বশেষ প্রসেসে ph কন্ট্রোল করা জরুরি।।  ph এর মান ০-১৪ পর্যন্ত।। পৃথিবীতে যত তরল পদার্থ আছে সবি তিনটি অবস্থায় থাকে  (১)এসিড  (২)নিরপেক্ষ  (৩)ক্ষারক  ০-৬.৫ --------এসিড ৬.৫-৭--------নিরপেক্ষ  ৭-১৪---------ক্ষারক আমাদের মানব শরীরের জন্য সহনশীল ph হচ্ছে ৫-৭ এর মধ্যে।। pH মূলত কি? pH এর সূত্র: PH কি? pH  হলো কোনো জলীয় দ্রবণ অম্লীয় , ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার একক। সহজে বুঝতে গেলে pH হলো কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ph এর পূর্নরুপ হচ্ছে  potentially of H...

শিশুদের পানিতে নিরাপত্তা নিশ্চিত করতে ডুবে যাওয়া বিরোধী টি-শার্ট ; Anti-drowning T-shirt for baby wear

Image
Floatee, একটি ফরাসি কোম্পানি, 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য Anti-drowning T-shirt এর একটি নতুন লাইন তৈরি করেছে। টি-শার্টগুলি আরামদায়ক এবং স্টাইলিশ করে ডিজাইন করা হয়েছে, এবং শিশুরা পানির ভিতরে বা বাইরে থাকুক না কেন সারা দিন পরিধান করতে পারবে। একটি পেটেন্ট ইনফ্ল্যাটেবল সিস্টেম ব্যবহার করে টি-শার্ট কাজ করে। দুর্ঘটনাক্রমে আপনার শিশু পানিতে ডুবে গেলে, টি-শার্টটি কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে যায়, একটি লাইফ জ্যাকেট তৈরি করে যা শিশুকে ভাসিয়ে রাখে। টি-শার্টগুলি একটি সেন্সর দিয়ে সজ্জিত যার সাহায্যে শিশু কোনো বিপদের সম্মখীন হলে ইমিডিয়েট অটোকল চলে যায় তার অভিভাবকদের কাছে। Anti-drowning fabric for Baby-wear টি-শার্টগুলি একটি নির্দিষ্ট আয়তনে স্ফীত করার জন্য ডিজাইন করা হয়েছে যা শিশুকে পানিতে ভাসিয়ে রাখবে। টি-শার্টগুলি শিশুর মাথা জলের উপরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে। Writer   Majharul Islam  Department of Textile Engineering -NITER